Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / সৈয়দপুর বিমানবন্দরে জিয়াউর রহমানের নাম ফলক পুনঃস্থাপনের দাবি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সৈয়দপুর বিমানবন্দরে জিয়াউর রহমানের নাম ফলক পুনঃস্থাপনের দাবি

September 21, 2024 07:00:49 PM   উপজেলা প্রতিনিধি
সৈয়দপুর বিমানবন্দরে জিয়াউর রহমানের নাম ফলক পুনঃস্থাপনের দাবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুর বিমানবন্দরটি ১৯৭৭ সালের জুলাই মাসে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সম্প্রতি বিমানবন্দরের উন্নয়ন কাজের সময় জিয়াউর রহমানের উদ্বোধনী নাম ফলক স্থানান্তর করা হয়, যা পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। এ প্রেক্ষিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) চিঠি দিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া।

গত ১০ সেপ্টেম্বর দেওয়া চিঠিতে বলা হয়, বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং রিনোভেশন এবং এক্সটেনশন কাজের সময় জিয়াউর রহমানের উদ্বোধনী ফলকটি স্থানান্তর করা হয়েছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে নাম ফলকটি বিমানবন্দরের সম্মুখ গেটের কাছে পুনঃস্থাপনের দাবি জানানো হয়েছে।

জানা যায়, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী এই বিমানবন্দরটি তৈরি করে। পরবর্তীতে ১৯৭৭ সালে জিয়াউর রহমান এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বর্তমানে সৈয়দপুর বিমানবন্দর অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম ব্যস্ততম বিমানবন্দর এবং এটি চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করার কাজ চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিমানবন্দরটির নাম পরিবর্তন করে শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. ওয়াজেদ মিয়া বা তার ছোট ভাই শেখ রাসেলের নামে করার আলোচনা ছিল। তবে স্থানীয়দের মতে, এরকম কোনো নামকরণ হলে তারা তা মেনে নেবেন না।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম এবং সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবদুল গফুর সরকার জিয়াউর রহমানের নাম ফলক পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন।