Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / সৈয়দপুরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সৈয়দপুরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান

September 07, 2024 08:58:09 PM   উপজেলা প্রতিনিধি
সৈয়দপুরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে টিউটোরিয়াল প্রতিষ্ঠান "শিখনঘর" আয়োজিত শিক্ষাবৃত্তি পরীক্ষায় সেরা মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর ২০২৪) বিকেল সাড়ে ৪টায় শহরের নয়াটলা এলাকায় প্রতিষ্ঠানটির নিজস্ব চত্বরে এ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিখনঘরের পরিচালক মোস্তাফিজুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিল্পী আক্তার, সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল হক, এবং তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান।

শিখনঘরের সহকারী পরিচালক মো. আজিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক রেজা মাহমুদ, বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রাণী বিশ্বাস, শিখনঘরের সহকারী পরিচালক মো. নোমান, এবং উপদেষ্টা মো. শামীম অ্যাডভোকেট রবিউল আলম প্রমুখ।

অনুষ্ঠানে ২০২৩ সালের ২য় থেকে ১০ম শ্রেণির শিক্ষাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ২৫ জন সেরা মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।