
হাতীবান্ধা সংবাদদাতা:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুসহ তিনজনকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ। গত বুধবার মধ্যরাতে জালালের তেল পাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সিংগীমারী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মৃত সিরাজ আলীর পুত্র আনোয়ার হোসেন মিরু, ভেলাগুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, আওয়ামী লীগের কর্মী সফিকুল ইসলাম।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী। থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত জানান, দ্রুত বিচার আইনের একটি মামলায় সদর থানার আওতায় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।