Date: October 26, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / ক্ষমতায় এলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে বিএনপি : সালাহউদ্দিন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ক্ষমতায় এলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে বিএনপি : সালাহউদ্দিন

October 25, 2025 07:17:55 PM   অনলাইন ডেস্ক
ক্ষমতায় এলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে বিএনপি : সালাহউদ্দিন

বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন শিক্ষক পদ সৃষ্টি করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত এক সেমিনারে তিনি এ ঘোষণা দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করা হবে। কারণ, যে জাতি ধর্মীয় ও নৈতিকতার ওপর দৃঢ় থাকে, সেই জাতির পরাজয় হয় না।”

তিনি আরও বলেন, অতীতে কিছু সংগঠনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক ও সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে, যা জাতির নীতি ও নৈতিকতাকে ক্ষতিগ্রস্ত করেছে। তাঁর মতে, নৈতিকতা থেকে বিচ্যুত কোনো জাতি কখনোই শক্তিশালী জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে না।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, “যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদের উত্থান ও উৎপাত বন্ধ করা সম্ভব।”